ইংরেজিতে লিখা সমকামিতা সম্পর্কিত বই “Code 377” এর বিরুদ্ধে গতকাল এক বিশাল বিক্ষোব হয়েছে। জানা যায় যে বইটির লেখক হলেন মো: ইসমাইল হোসেন। তিনি একজন সমকামী কর্মী। বইটি প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত অ্যালফাবেট পাবলিশিং হাউজ। গত ১৫-০১-২০২০ তারিখে বইটি প্রকাশিত হয়েছিল। বই থেকে স্পষ্ট ভাবে জানা যায় লেখক পূর্বেও বাংলাদেশে কোড 377 বাতিল করার জন্য একটি নিবন্ধ প্রকাশ করেছিলেন।
বইটিতে লেখক আরো দাবি করেন যে, আলেকজান্ডার দ্যা গ্রেট যিনি কিনা একজন সমকামী ছিলেন, তিনিই হলেন কুরআনে উল্লেখিত নবী যুলকারনাইন। প্রতিবাদকারীর দাবী করেন বইটি ইসলামের উপর সরাসরি আক্রমণ। তাঁরা প্রকাশক এবং লেখককে গ্রেফ্তার করে শাস্তি দেয়ার দাবী করেন।
তারা লেখকের মৃত্যুদন্ড চায়।
এই প্রতিক্রিয়া দ্রুত ছড়িয়ে পড়ছে।
আমাদের কাছে এই বিষয়ে আরো আপডেট আসলে আপনাদের জানানো হবে।